Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

বালেশ্বরের নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন এসইউসির

ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহতদের সংখ্যা সরকারি হিসাবেই এ পর্যন্ত তিন শতাধিক এর কাছাকাছি পৌঁছেছে। আহত অসংখ্য। এই পরিপ্রেক্ষিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে পাঁশকুড়া-মেচেদা-ভোগপুর-তমলুক সহ বিভিন্ন স্থানে নিহতদের স্মরণে শোকবেদী স্থাপন করে মাল্যদান, নীরবতা পালন ও কালো ব্যাজ ধারণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।



দলের জেলা উত্তর সাংগঠনিক কমিটির সম্পাদক প্রনব মাইতি বলেন,ভয়াবহ ওই দুর্ঘটনার তদন্ত সহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি, রেলব্যবস্থার বেহাল দশা দূরীকরণ ব্যবস্থা গ্রহণ, আহতদের সরকারি খরচে চিকিৎসা, নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

Related News

Also Read