Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। ৭০ বছর বয়সে করুণা প্রসাদ মিত্রের সুমেরু অভিযান ।।

ইন্দ্রজিৎ আইচ :- আমাদের সমাজে এক এক জন
মানুষ থাকেন যিনি ব্যাক্তিগত জীবনে নিজের শখ মেটান নিজের ইচ্ছে মতন। নৈহাটির করুণা প্রসাদ মিত্র সেই রকম এক মানুষ।

যার বয়স মাত্র ৭০ বছর। যিনি বিয়ে করেননি। কিন্তু সারা ভারতবর্ষ তো বটেই প্রায় সারা পৃথিবী ঘুরে বেড়িয়েছেন। পাহাড়,পর্বত সারা জীবনে অনেক অতিক্রম করেছেন। এবার চলেছেন উত্তর মেরু অভিযানে।


কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে করুণা প্রসাদ মিত্র জানালেন আমার একটাই নেশা, পৃথিবীর নানা জায়গা ঘুরে বেড়ানো। বিশেষ করে আমি একজন পর্বত আরোহী। বয়স আমার কাছে তুচ্ছ। মনের জোর ও সাহস থাকলে সব বাধা উপেক্ষা করে শৃঙ্গ জয় করা যায়।

এইবার আমি আগামী ১৩ ফেব্রুয়ারি সোমবার কলকাতা থেকে নরওয়ের বিমানে উঠবো। আমার
সাথে আরো তিনজন যাচ্ছে। যাদের বয়স ৬০ এর ও বেশী। আমি আমার ৭০ বছরের জীবনে
৪৫ টি শৃঙ্গ অভিযান করেছি। বহুবার বিভিন্ন জায়গায় পুরস্কৃত হয়েছি।


বলেন আমি নৈহাটির পৌরসভার প্রাক্তন কর্মচারী। যেটুকু সঞ্চয় সারা জীবন করেছি তাই দিয়ে ঘুরে বেড়াই। এবারের এই অভিযানের নাম দিয়েছি
” ৭০- এ – উত্তরে “। এই সাংবাদিক সন্মেলনে সকল পর্বত আরোহীরা উপস্থিত ছিলেন।

Related News

Also Read