দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপিত হল ভগবানপুর ২ নম্বর ব্লকের পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমে।
৭৫ বর্ষ পূর্তি অনুষ্ঠানে আজ বিভিন্ন প্রদেশি সাজে বাংলার বাউল,অসমীয়া, সাঁওতালি, গুজরাটি, রাজস্থানী, পাঞ্জাবি, পার্বত্য অঞ্চলের চা বাগিচা সাজের সঙ্গে সঙ্গে আজাদ হিন্দ বাহিনী ও ঝাঁসি রানী বাহিনী সহ পাঁউশী খগেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্রের সকল ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা অভিভাবক এবং পাউশি ক্রেচ সেন্টার, দক্ষিণ বরোজ মা শীতলা ক্রেচ সেন্টার, স্নেহ ছায়া শিশু আবাস এর সকল শিশু এবং অন্ত্যোদয় অনাথ আশ্রমের সকল আবাসিক,সমাজকর্মী এবং শুভানুধ্যায়ী, গ্রামবাসী বৃন্দ প্রায় এক হাজার মানুষ পুরো পাঁউশী গ্রাম সুসজ্জিত প্রভাত ফেরির পরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন বিচারক মানস চ্যাটার্জী। ছিলেন পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের সভাপতি নির্মল মাইতি ও সম্পাদক বলরাম করন । জাতীয় সংগীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি হয়