Select Language

[gtranslate]
২রা অগ্রহায়ণ, ১৪৩২ সোমবার ( ১৭ই নভেম্বর, ২০২৫ )

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার , গ্রেফতার ১

বিরল প্রজাতির কচ্ছপ সহ এক পাচারকারীকে গ্রেফতার করলো বনদপ্তর। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে শংকরপুর বনদপ্তর অভিযান চালিয়ে জলধা গ্রাম থেকে প্রায় অর্ধশতাধিক কচ্ছপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। এই কচ্ছপগুলোর মধ্যে অধিকাংশ কচ্ছপ ছিল মৃত। ধৃত দেউলী গ্রামের বাসিন্দা সুবিমল জানা কে মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলা হাজতের নির্দেশ দেন।

সূত্রের খবর কিছু চোরা কারবারি মাঝ সমুদ্র থেকে কচ্ছপগুলোকে ধরতো এবং গোপন ডেরায় নিয়ে এসে তাদের মাংস করে পাচার করত। সেই খবর বনদপ্তর জানতে পেরে অভিযান চালিয়ে কচ্ছপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে

Related News

Also Read