Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

বিজেপির দুপুরে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি 

প্রদীপ কুমার সিংহ

মঙ্গলবার দুপুরে বিজেপির পক্ষ থেকে বারুইপুরে একটি বিক্ষোভ ও পথ অবরোধের কর্মসূচি নেয়।প্রসঙ্গত সোমবার সকালে মালদা উত্তরে বিজেপি সাংসদ খগেন মুরমু এবং শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ উত্তরবঙ্গের নাগরা কাটায় বন্যা পরিস্থিতির দেখতে গিয়েছিলেন ও দুর্গত মানুষদের সাহায্যার্থে সেখানে গিয়েছিলেন!তখন তাদের ওপর বর্বরোচিত আক্রমণের করে এলাকার কিছু মানুষ !

তার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বিজেপির বারুইপুরে পশ্চিম এক নম্বর মন্ডলের পক্ষ থেকে বারুইপুর হাসপাতালে আগে ওভার ব্রিজের কাছে একটি বিক্ষোভ ও পথ অবরোধের কর্মসূচি নেয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটি সদস্য উত্তম কর যাদবপুর বিজেপি জেলা কমিটির যুব সভাপতি মলয় চক্রবর্তীর সহ অন্যান্য নেতা নেত্রী ও কর্মীবৃন্দ আধঘন্টা পথ সভা করার পর প্রায় ১০ মিনিট ধরে তারা পথ অবরোধ করে !বেশ কিছু গাড়ি রাস্তার এদিক ওদিকের দাঁড়িয়ে পড়ে !

কিছুক্ষণের জন্য হলেও সাধারণ মানুষের একটু অসুবিধায় পড়তে হয়!এই সম্বন্ধে বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর বলেন এখনো পর্যন্ত যারা হামলা চালিয়েছে এইসব জেহাদী দের গ্রেফতার করেনি পুলিশ !আগামী দিন গ্রেফতার না করলে বড় আন্দোলন করবেন বলে হুশিয়ারি দেন !বিজেপির এই কর্মসূচিকে ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার ছিল !

Related News

Also Read