পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে স্বামীজীর আদর্শ ও ভাবধরা ছাত্র সমাজে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এক দিবসীয় আলোচনা সভা অনুষ্ঠিত হলো। কাঁথি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ যুব মহামন্ডল ও কাঁথি শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম এর যৌথ উদ্যোগে এই আলোচনা সভা হল শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমের সভাকক্ষে।

বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ শংকর কর, শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রমের সম্পাদক তপন কুমার দাস, ডঃ প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী, ডাঃ কল্যাণপত্র, ব্রহ্মচারী দিবাকর চৈতন্য, আশীষ কুমার ভূঁইয়া, শিবনাথ মুখার্জি প্রমূখ। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন উমাপ্রসাদ নন্দী।

এই আলোচনা সভায় সাতটি বিদ্যালয়ের ছাত্ররা এবং শিক্ষক অংশগ্রহণ করেন। প্রত্যেককে একটি করে স্বামীজীর আদর্শ ও বানীর পুস্তিকা দেওয়া হয়। সমগ্র সভা সুষ্টু ভাবে হয়। ছাত্ররা স্বামীজীর ভাবধারায় সমৃদ্ধ হতে পেরে খুশি বলে জানা গেছে।





