পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ক্যানেলপাড়ে রাজদূত ব্যায়ামাগারের পুজা মন্ডপের মঞ্চে কাঁথির বিশিষ্ট্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুনৃত্যাঙ্গন এর ১৬তম বর্ষের বার্ষিক অনুষ্ঠান হল মঙ্গলবার সন্ধ্যায়।

অনুষ্ঠানের সূচনা করেন কাঁথি পৌরসভার কাউন্সিলার তথা কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের ডাইরেক্টার দেবাশীষ পাহাড়ী।বিশিষ্ট্যদের মধ্যে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র,ডা: গৌতম জানা,ডা:রামশংকর জানা প্রমুখ।

প্রতিষ্ঠানের নাচ-যোগ ব্যায়াম-অঙ্কন-আবৃত্তি প্রভৃতি বিষয়ের সফল ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।পরে ছাত্র-ছাত্রী ও অভিভাবিকাদের নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাপস বেরা ।অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সুনৃত্যাঙ্গনের অধ্যক্ষা রাজনন্দিনী নন্দ মিশ্র।অনুষ্ঠানটি দেখার জন্যে দর্শকদের ভীড় ছিলো চোখে পড়ার মত।





