উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের বহু প্রতীক্ষিত একটি রাস্তার নির্মাণ কাজ শুরু হল। বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ মঞ্জুর হওয়া এই রাস্তাটির শিলান্যাস করেন স্বয়ং বিধায়ক সুমিতা সিনহা । রবিবার সকালে ধান্দালিবাড় গ্রামের অজিত দলাই এর বাড়ি থেকে বলাই বর এর বাড়ি পর্যন্ত ১৩০মিটার রাস্তা এক অনুষ্ঠানের মাধ্যমে নির্মাণ কাজের সূচনা হল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি সংস্কার করা অথবা নতুন করে ঢালাই রাস্তা তৈরি করা। বর্ষাকালে বিশেষ করে চরম দুর্ভোগ পোহাতে হত স্থানীয় বাসিন্দাদের। যাতায়াতের অসুবিধা হত। এই পরিস্থিতিতে বিধায়কের উদ্যোগে এবং এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ মঞ্জুর হওয়ায় এলাকার মানুষজনের মধ্যে খুশির হাওয়া লক্ষ্য করা যাচ্ছে।
শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক সুমিতা সিনহা বলেন, “এই রাস্তাটি এলাকার মানুষের যাতাযাতের জন্য প্রয়োজন ছিল। আপনাদের সমর্থন এবং ভালোবাসার ফলেই আজ এই কাজ শুরু করতে পারছি। আমার প্রধান লক্ষ্য হল উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের প্রতিটি অঞ্চলের উন্নয়ন সুনিশ্চিত করা। এই রাস্তাটি তৈরি হওয়ার ফলে এলাকার অর্থনীতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়বে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান কামিনী খুটিয়া, উপপ্রধান রাজারাম মাইতি সহ স্থানীয় পঞ্চায়েত সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার বহু সাধারণ মানুষও এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





