রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি ৩ ব্লকের লাউদা গ্রাম পঞ্চায়েতের রঘুনন্দনপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয় লাভ করেছে।
রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে সমবায় সমিতির মোট ৯টি আসনের প্রত্যেকটিতেই বিজেপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছে, শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পরাজিত করে।
রবিবার সকাল থেকেই নির্বাচনের আগে থেকে মারিশদা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। ভোটদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং বিকেল তিনটার সময় গণনা শুরু হয়।
নির্বাচনের ফলাফল ঘোষনার পরেই উৎসাহে ফেটে পড়ে বিজেপির কর্মী সমর্থকেরা
Post Views: 19