Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

বসন্তিয়া স্পোটিং ক্লাবের ২৪ তম  বার্ষিক অনুষ্ঠানের

বিগত বছরগুলির মত বসন্তিয়া স্পোর্টিং ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন হলো শনিবার।  এবছরের বিভিন্ন কর্মসূচি নিয়েছে  ক্লাবের অনুষ্ঠানে প্রথম দিন ভলিবল প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণ,রবিবার  অঙ্কন প্রতিযোগিতা এবং বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা শিবির ও নাটক, রয়েছে রক্তদান শিবির, ক্রিকেট প্রতিযোগিতা হাডুডু প্রতিযোগিতা এবং কাওয়ালী মাহফিল রয়েছে। শনিবার প্রদীপ জ্বালিয়ে  উদ্বোধন করলেন বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন কারামন্ত্রী  অখিল গিরি  , উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মধ্যক্ষ তরুণ কুমার জানা,অল বেঙ্গল কাজু এসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সেক আনোয়ার উদ্দিন, কাঁথি পৌরসভার কাউন্সিলর আলেম আলি খাঁন, কাঁথি মহকুমা আদালতের অ্যাডিশনাল পি পি ই মঞ্জুর রহমান খাঁন, কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক  দিবাকর দাস, কাঁথি থানার এস আই ও রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী আব্দার রশিদ খান, রাহিদ উদ্দিন, বসন্তিয়া মক্তবের গ্রাম সদস্য- নুর জামাল খাঁ,সবুল খাঁন, আনোয়ার খাঁন প্রমূখ।
সঞ্চালনা করেন- শিক্ষক দীনেশ দাস।
উপস্থিত সকল অতিথিরা ক্লাবের সমস্ত কর্মসূচি অনুষ্ঠানের প্রশংসা করেন এবং ক্লাবের শ্রীবৃদ্ধি কামনা করেন। ক্লাবের সভাপতি রাহেদ খাঁন বলেন সারা বছর ধরে আমাদের ক্লাবের বিভিন্ন কর্মসূচি থাকে এ বছরও বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে চারদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে সকলকে আহবান জানিয়েছেন উদ্দোগতা গন।
সম্পাদক ইয়ারিপ মোহাম্মদ খান বলেন- এবারের বিভিন্ন কর্মসূচির মধ্যে এক অন্যতম কর্মসূচি আমাদের সকলের প্রিয় প্রয়াত শিক্ষক প্রয়াত সন্দীপ কুমার বেরার  স্মৃতি উদ্দেশ্যে রক্তদান শিবির রক্তদান শিবিরে এলাকার সর্বস্তরের মানুষ রক্তদানের মাধ্যমে মহৎ কাজে এগিয়ে আসেন।শতাধিক মনুষ রক্ত দান করেন।
সহ-সভাপতি- আনোয়ার খাঁন বলেন আজকের অনুষ্ঠানের উপস্থিত সকল অতিথিকে অসংখ্য ধন্যবাদ জানান।

Related News

Also Read