দিন দুপুরে প্রকাশ্যে চললো গুলি,হামলা হল ধারালো অস্ত্র নিয়ে ।এর জেরে মৃত্যু হল শাসক দলের তিন নেতার।এর মধ্যে একজন পঞ্চায়েত সদস্য।স্বাভাবিক কারনে এই ঘটনার জেরে ছড়িয়েছে আতংক।
দক্ষিণ ২৪ পরগনার গোপালপুর অঞ্চলের ভদ্রি কচুয়া এলাকায় সাত সকালে দুষ্কৃতিদের তান্ডবে হুলুসথুলুস পড়ে যায়।মৃতদের নাম স্বপন মাঝি(৩৮),ভূতনাথ প্রমানিক(৩৩), ঝন্টু হালদার(৩৩)।এদের বাড়ি ধর্মতলা জেলা পাড়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে গিয়েছে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য স্বপন মাঝি সহ ভূতনাথ প্রামানিক ও ঝন্টু হালদার একটি মোটর বাইক করে ধর্মতলা থেকে হেড়োভাঙ্গা আসছিল ২১ জুলাই উপলক্ষে মিটিং করার জন্য।সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের লক্ষ্য করে গুলি করলে মোটর বাইক থেকে ৩ জন পড়ে যায়।এরপর দুষ্কৃতীরা ৩ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চম্পট দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।পুলিশ ৩ জনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করে।পুলিশ ৩ টি দেহ উদ্ধার করে।পুলিশ জানান দুষ্কৃতীদের আক্রমণে ৩ জনের মৃত্যু হয়।