Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

শুক্রবার মুক্তি পাচ্ছে ” চিনি ২ ” ।

ইন্দ্রজিৎ আইচ :- মৈনাক ভৌমিক পরিচালিত চিনি ২ মুক্তি পাচ্ছে আগামী ১১ আগস্ট শুক্রবার। তার আগে দা স্কাই লাউঞ্জে হয়ে গেলো চিনির মতন মিষ্টি নামে একটি বিশেষ অনুষ্ঠান। যেখানে
নানান ধরনের মিষ্টি সুসজ্জিত ছিলো এবং সেই মিষ্টি চিনি ২ এর
শিল্পীরা টেস্ট করলেন ও বাহবা দিলেন।

যে মিষ্টি গুলো তারা খেলেন সেইগুলোর নাম হলো চিনি মালাই, অমরাবতী মিষ্টি, গোলাপী চিনি সুন্দরী, মিষ্টি হাসি। এই সন্ধায় হাজির ছিলেন এই চিনি ২ এর পরিচালক মৈনাক ভৌমিক, অভিনেত্রী অপরাজিতা আধ্য,
সৌম্য মুখোপাধ্যায়। সকলেই এক কথায় এই ছবির সাফল্য কামনা করেন। সকল দর্শকদের হলে গিয়ে চিনি ২ দেখার অনুরোধ জানায়।

এই ছবিতে আর যারা অভিনয় করেছেন তারা হলেন মধুমিতা সরকার, লিলি চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, পিংকি ব্যানার্জী, দেবদূত ঘোষ সহ আরো অনেক শিল্পী। ছবিটার প্রযোজনা করেছে এস ভি এফ ফিল্মস।

Related News

Also Read