প্রদীপ কুমার সিংহ :- পড়ুয়ারা যাতে নিরাপদে বিদ্যালয়ে আসতে পারে তার জন্যে বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার সেফ ড্রাইভ সেভ লাইভ প্রকল্প নিয়ে সচেতনতা শিবির হয় ।
বারুইপুর থানার ট্রাফিক বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার মিস পুষ্পা, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, এসডিপিও অতীশ বিশ্বাস, ডিএসপি ট্রাফিক সৌম্য শান্ত পাহাড়ি সহ বারুইপুর পুলিশ জেলার একাধিক আধিকারিক।
এই অনুষ্ঠানটি হয় বারুইপুর রাসমনি স্কুলের ক্লাস নাইন, টেন, ইলেভেন , টুয়েলভ এর ছাত্রীরা অংশগ্রহণ করে।
তাদেরকে ট্রাফিক ডিএসপি সমশান্ত পাহাড়ি রাস্তা দিয়ে চলতে গেলে ট্রাফিক নিয়ন্ত্রণ কেমন করে করতে হয়? লাল সিগন্যাল ,হলদে সিগন্যাল সবুজ সিগন্যাল প্রভৃতি মাধ্যমে ছাত্রীদের বুঝিয়ে দেন। এই অনুষ্ঠান প্রায় এক ঘন্টা ধরে চলে।


Post Views: 51





