খেজুরির সমবায় নির্বাচনে বিজেপির দাপট, ১১-০ আসনে পূর্ণ জয় - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৯শে আষাঢ়, ১৪৩২ রবিবার ( ১৩ই জুলাই, ২০২৫ )

খেজুরির সমবায় নির্বাচনে বিজেপির দাপট, ১১-০ আসনে পূর্ণ জয়

খেজুরির সমবায় নির্বাচনে উল্লেখযোগ্য ভাবে বিজেপির সাফল্য এল। শনিবার সকাল থেকে খেজুরির লক্ষণ চক এলাকার নিবেদিতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট গ্রহণ হয়। গণনার শেষে দেখা যায় ১১ টি আসনের মধ্যে ১১ টি আসনে বিজেপি জয়লাভ করে।

এই জয়ে উল্লাসিত হয়ে এলাকায় বিজয় মিছিল করে বিজেপি। এই সমবায় সমিতির নির্বাচনে ১১ টি আসনে বিজেপি এবং তৃণমূল সমর্থিত প্রার্থীরা নির্বাচনে লড়াই করে। ভোট গণনা শেষে দেখা যায় ১১-০ আসনে বিজেপি জয়লাভ করে।

Related News

Also Read

06:02