লায়ন্স ক্লাব অফ কন্টাই সেন্ট্রালের ব্যবস্থাপনা বৃহস্পতিবার কালিন্দী ইউনিয়ন হাইস্কুলে থ্যালাসেমিয়া সচেতনতা ও বাহক নির্ণয় শিবির হল। পাশাপাশি বৃক্ষরোপণ ও ছাত্র ছাত্রীদের বৃক্ষ দান কর্মসূচি হয়।
বিদ্যালয়ের প্রায় চার শতাধিক ছাত্র ছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়। পরে তাদের রিপোর্ট প্রদান করা হবে। এই শিবির কাঁথি মহকুমা হাসপাতালের তত্ত্বাবধানে হয়। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করা হয়।বিদ্যালয়ের বাগানে বিভিন্ন ধরনের ফলে চারা লাগানো ও ছাত্র-ছাত্রীদের বৃক্ষ চারা প্রদান করা হয়।
ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সমীর কুমার, মাইতি অসীম, কুমার মাইতি, সুধাকৃষ্ণ করন, কৃষ্ণেন্দু খামারি, সুদর্শন তামলি, বিষ্ণুপদ মাইতি ও তপন মহাপাত্র প্রমূখ। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিন্দ দাস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সূচারু ভাবে সফল হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলকে অভিনন্দন জানান।