Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

তমলুকে বট গাছ পূজা করে পালিত হয় “জামাই ষষ্ঠী”

প্রায় ৪০০ বছরের পুরনো এই নিয়ম ধরে রেখে জামাইষষ্ঠীর দিন তমলুকে পুজো হলো গাছ ষষ্ঠী। প্রতিবছরের মতো এ বছরও সকাল সকাল হয় গাছ পুজো । সেই সাথে গাছে দেওয়া হল ফোটাও।

পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পার্বতীপুর এলাকার চক্রবর্তী পরিবারের এই পুজো। যদিও এখন এই পুজো এই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নেই এই পরিবার ছাড়াও আশে পাশের একাধিক মানুষজনেরা এই পূজার মেতে ওঠেন।

 

প্রথমে গাছের গোড়ায় ফলমূল মিষ্টি দিয়ে পুজো হয় তারপর পুষ্পাঞ্জলী দেন বাড়ির মহিলারা। এবং গাছে দই দিয়ে দেয়া হয় ফোঁটা। হলুদ ও সিদুর সুতোতে মাখিয়ে দিয়ে বেঁধে ফেলা হয় গাছটিকে। পুজো শেষে এই সূত্রটি কে বাড়ির জামাই ও ছেলেদের হাতে বেঁধে দেয়া হয়। মনে করা হয় এর ফলেই বাড়ির ছেলে ও জামাইদের মঙ্গল কামনা হয়।

এই পরিবারের এক পুত্রবধূ নীলাঞ্জনা চক্রবর্তী জানান, জামাইষষ্ঠীর দিন সকাল থেকেই আমাদের এই প্রাচীন অশ্বত্থ গাছকে কাপড় পরিয়ে দেওয়া হয়। ফল,ফুল, দই, পায়েস দিয়ে আমরা সবাই পুজো দেই। আগে এই পুজো পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন আশেপাশের সমস্ত মহিলারা এই পুজোয় অংশগ্রহণ করেন। আমাদের খুব ভালো লাগে।

পরিবারের এক সদস্য রেখা চক্রবর্তী বলেন, সবাই জামাইষষ্ঠীর দিন বাবার বাড়ি গেলেও আমরা কখনোই এই পুজো ছেড়ে যাই না। বাড়ির ছেলে ও জামাইয়ের মঙ্গল কামনায় চক্রবর্তী পরিবারের মহিলারা সহ আশেপাশের স্থানীয় এলাকার সমস্ত মা-বোনেরা এই পুজোয় অংশগ্রহণ করেন।

Related News

Also Read