সবুজ সাথীর সাইকেল বিলি - Ekhansangbad

Select Language

[gtranslate]
১৪ই শ্রাবণ, ১৪৩২ মঙ্গলবার ( ২৯শে জুলাই, ২০২৫ )

সবুজ সাথীর সাইকেল বিলি

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত এর দেশদত্তবাড় ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সবুজ সাথীর সাইকেল প্রদান করা হলো বৃহস্পতিবার।

উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তথা কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল, প্রধানশিক্ষক দেবপম পরিহারি ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা গন।

Related News

10:25