রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে কাঁথি সাংগঠনিক জেলার পটাশপুর-১ ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে চন্দন কুমার পাত্র এর নাম ঘোষণা হয়েছে।শনিবার বড়হাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষে তাঁকে সম্মাননা জানানো হয়। পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে বড়হাট পঞ্চায়েত প্রধান দীপক মহাপাত্র ও দলের ব্লক সভাপতি বিনয় পট্টনায়ক বলেন নতুন নেতৃত্ব নতুন পথ ও দিশা দেখায়।

আশা করি চন্দন বাবুর নেতৃত্বে সংগঠন আরও শক্ত ভিত্তির উপর দাঁড়াবে, মানুষের কাছে আরও দৃঢ়ভাবে পৌঁছাবে দলের কাজ ও ভাবনা। উপস্থিত থেকে আনন্দ ভাগ করে নিতে পেরে সত্যিই ভালো লাগলো। সম্মান, আস্থা আর দায়িত্বের এই মিলনই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য।সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে চলাই হোক আগামী দিনের লক্ষ্য।
Post Views: 5





