জাতীয় যোগাসন প্রতিযোগিতায় সফল বিবেকানন্দ যোগ ট্রেনিং সেন্টার - Ekhansangbad

Select Language

[gtranslate]
৩০শে আষাঢ়, ১৪৩২ সোমবার ( ১৪ই জুলাই, ২০২৫ )

জাতীয় যোগাসন প্রতিযোগিতায় সফল বিবেকানন্দ যোগ ট্রেনিং সেন্টার

শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হওয়া জাতীয় যোগাসন প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বিবেকানন্দ যোগ ট্রেনিং সেন্টারের

১৮ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল।

 

এরমধ্যে ৪ জন গোল মেডেল,৫ জন সিলভার মেডেল এবং ৩ জন ব্রোঞ্জ মেডেল অর্জন করে।

এবং বাকি সবাই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট যাওয়ার সুযোগ পায়। যা অনুষ্ঠিত হবে মালয়েশিয়াতে।

 

এই সেন্টারের প্রশিক্ষক সৌমেন সাঁতরা জানান ছাত্র-ছাত্রীদের এই সাফল্যের জন্য খুব আনন্দিত এবং গর্বিত। সমস্ত ছাত্ররাতে যেন বড় হতে পারে আরো ভালো জায়গায় পৌঁছাতে পারে এই আশায় করি।

 

এ সেন্টারের আর একজন প্রশিক্ষণ রনজয় দাস বলেন ছাত্র-ছাত্রীদের জার্নিটা খুব সহজ ছিল না প্রথম ডিসটিক কম্পিটিশন তার পোস্টেড তারপর ন্যাশনাল,তারপর ইন্টারন্যাশনাল কম্পিটিশনের পৌঁছে যাওয়া খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সমস্ত ছাত্রছাত্রীকে যেতে হয়েছিল আজ যতই গর্বিত আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের সমস্ত ছাত্র ছাত্রী শুধু সেন্টারের নয় তার সাথে সাথে জেলা ও রাজ্যের নাম উজ্জ্বল করছে।

Related News

Also Read

14:48