প্রদীপ কুমার সিংহ
ভাঙ্গরে খুনের ঘটনায় আরও তিন জন গ্রেফতার করল পুলিশ।ভাঙড়ে খুন হওয়া তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের ঘটনায় রবিবার রাতে বিজয়া গঞ্জ থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে।সোমবার গ্রেপ্তার হওয়া তিনজনকে বারুইপুর মহকুমা আদালতে তুলল বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ।
ধৃত তিনজনের বিরুদ্ধে ১০৩ bns ধারা ও ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃত আজাহার উদ্দিন মোল্লা, জাহান আলী খান ও রাজু মোল্লাকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। বারুইপুর মহাকুমা আদালতে বিচার মৃত ব্যক্তিদের ২২ জুলাই পর্যন্ত পুলিশে হেফাজতে থাকা নির্দেশ দেন।
Post Views: 10