Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

আজ কেমন যাবে আপনার

মেষ রাশি

 

আপনার ব্যবহারের কারণে বাড়িতে বিবাদ বাধতে পারে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে।

 

বৃষ রাশি

 

আপনার কর্মদক্ষতার কারণে জীবিকার স্থানে শত্রু বাড়তে পারে। বাড়িতে বদনাম থেকে সবাই খুব সতর্ক থাকুন।

 

মিথুন রাশি

 

জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

 

কর্কট রাশি

 

সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে।

 

সিংহ রাশি

 

সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন। শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা রয়েছে।

 

কন্যা রাশি

 

ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

 

তুলা রাশি

 

ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাই-বোনের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন।

 

বৃশ্চিক রাশি

 

উচ্চশিক্ষার্থীদের সামনে ভাল যোগ রয়েছে। পারিবারিক ভ্রমণে আনন্দ লাভ।

 

ধনু রাশি

 

অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। কোনও অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে।

 

মকর রাশি

 

কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

 

কুম্ভ রাশি

 

অবাক করে দেওয়া কোনও সুখবর পেতে পারেন। কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে।

 

মীন রাশি

 

ব্যয় বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়ায় আনন্দ লাভ।

Related News

Also Read