প্রবল বর্ষণ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক ব্লকের শিয়ালদার কাছে বাগুই খালের উপরে ডুবে গেল কাঠের সেতু। ঝুঁকিপূর্ণভাবে পারাপার হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।
স্থানীয় মানুষের অভিযোগ বাগুই খালের জল নিষ্কাশন সঠিকভাবে না হওয়ার জন্য জল জমে যায়। প্রতিবছর এই কাঠের সেতু ডুবে যায়। ডুবন্ত কাঠের ব্রিজের উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যথাযথ করতে হচ্ছে এলাকাবাসীদের। নজরদারি নেই প্রশাসনের। যে কারণে এলাকার মানুষের ক্ষোভ জমছে।
স্থানীয় মানুষের দাবি এই সেতু কংক্রিট সেতু হোক। এলাকাবাসী বহুবার স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানিয়ে কোন সূরাহা হয়নি। স্থানীয় এলাকাবাসী ক্ষোভ উগরেছেন স্থানীয় প্রশাসনের নজরদারিহীনতার কারণে।


Post Views: 44