ইন্দ্রজিৎ আইচ :- চার্লস কোরিয়ার ছিলেন পৃথিবী বিখ্যাত একজন আর্কিটেক্ট। তাকে নিয়ে প্রতি বছরের মতএই সম্প্রতি সল্টলেক সিটি সেন্টারের রয়েল বেঙ্গল রুমে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক আর্কিটেক্ট চার্লস কোরিয়ার স্মরনে বার্ষিক মেমোরিয়াল লেকচার।
এই সান্ধ্য অনুষ্ঠানে প্রধান দুই বক্তা ছিলেন প্রসিদ্ধ আর্কিটেক্ট বৃন্দা সোমায়া এবং নেপালের কাঠমান্ডুএর প্রখ্যাত আর্কিটেক্ট বিভূতি মান সিং। এই দুই ব্যাক্তির হাতে পুষ্পস্তবক, মানপত্র ও উপহার তুলে দেন অম্বুজা নিওটিয়ার চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া। উপস্থিত ছিলেন চার্লস কোরিয়া মেমোরিয়াল লেকচারের প্রধান আয়োজক আশিষ আচার্য্য।সকলেই চার্লস কোরিয়ার সম্পর্কে ও তার কর্মজীবন সম্পর্কে আলোকপাত করেন।


Post Views: 23