প্রদীপ কুমার সিংহ :- আজ বারুইপুর পৌরসভায় শহীদদের স্মরণে পৌরপিতা শক্তি রায় চৌধুরী সহ পৌরপিতা ও পৌর মাতা গণ শহীদ বেদীতে মাল্য দান করেন। শহীদদের প্রতি নিরবতা পালন করেন ও তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করেন পৌরসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের প্রতিটি পার্টি অফিসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
সেই সঙ্গে বারুইপুরে পশ্চিম বিধানসভার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম দাস বলেন বারুইপুর থেকে ১৪০ টার মতো বাস, টাটা সুমো, অটো সহ বিভিন্ন গাড়ি ২০ থেকে ২৫ হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধর্মতলা ওই শহীদ সভায় যাবে। এই সভায় যাওয়ার জন্য প্রত্যেকের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খাবার আয়োজন করা হয়।
বাস অটো গাড়ি না থাকার জন্য অফিস যাত্রী ও বিভিন্ন কাজে যাওয়া যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় তাদের।
তবে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা সভা আরম্ভ হওয়ার কথা ছিল বারোটা সময়।কিন্তু তৃণমূল কংগ্রেসের অনেক গাড়ি সাড়ে বারোটার মধ্যে তাদের বাড়ির দিকে ফেরত যায়। মানে ভিড়ের চাপে তারা আর সভার স্থলে যেতে পারিনি।
এক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীর সাথে কথা বলে জানা যায় তিনি চার-পাঁচ বছর ধরে একুশে জুলাই ধর্মতলায় এই শহীদ সভা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ প্রকল্পগুলি মানুষের জন্য করেছেন সেই গুলির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে যেতে অনুপ্রেরণা পায়।
দক্ষিণ ২৪ পরগনা জেলার বহু তৃণমূল কংগ্রেসের কর্মীরা গাড়ি নিয়ে এই বারুইপুরের ওপর দিয়ে ধর্মতলায় যায়।







