Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

বিদ্যাসাগর ট্রাস্টের প্রতিষ্ঠা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা ও পাঠ্যসামগ্রী বিতরণ

আজ বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে পাঁশকুড়ার কনকপুরে ট্রাস্ট ভবনের সামনে ট্রাস্টের প্রতিষ্ঠা দিবস এবং আন্তর্জাতিক ভাষা শহীদ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন ও দুঃস্থ ছাত্র ছাত্রীদের পাঠ্যসামগ্রী প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। এলাকার প্রায় শতাধিক ছাত্রছাত্রীর উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়।

সংগীত, আবৃত্তি ও আলেখ্যের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি  আন্তর্জাতিক ভাষা শহীদ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষিকা রাধারানী মন্ডল, বিদ্যাসাগর ট্রাস্টের সম্পাদিকা অধ্যাপিকা অনুরূপা দাস, প্রাক্তন শিক্ষিকা বিভা পাল এবং ট্রাস্টের অন্যতম সদস্য চিন্ময় ঘোড়াই। অনুষ্ঠানে প্রায় ৬০ জন দুঃস্থ ছাত্রছাত্রীকে পাঠ্যসামগ্রী বিতরণ করা হয়।

Related News