Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

বাংলার সেরা সম্মান অ্যাওয়ার্ড

ইন্দ্রজিৎ আইচ :- অনুষ্ঠিত হলো সৌজিত ক্রিয়েশন এর পরিচালনায় বাংলার সেরা সম্মান অ্যাওয়ার্ড শো ২০২৫। প্রতিবছরের মতো এ বছরও অনেক মনোনীত ব্যক্তিকে “বাংলা সেরা সম্মান” অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত করা হলো । প্রতিষ্ঠানের কর্ণধার সম্মানীয় সৌজিত ভট্টাচার্য সাংবাদিকদের জানালেন , “আজ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেক  প্রতিভাবান ও সহযোদ্ধা গুণী মানুষদের সম্মান জানাতে পেরে আমরা খুবই আনন্দিত। আগামী দিনে চাইবো এরকম আরো কর্মসূচি করতে এবং সবার সাথে হাতে হাত মিলিয়ে একসাথে পথ চলতে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের প্রখ্যাত অভিনেতা নীল ভট্টাচার্য ।

সমগ্র অনুষ্ঠানের মূল উদ্যোক্তারা ছিলেন সম্রাট দেব, জয়ন্ত মজুমদার, প্রিয়াংকা রাজ, রুপম সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌমিতা দাস, সহেলী রায়, ভুবনেশ্বর দে, মিতান্বিতা রায়, বাপ্পাদিত্য মাইতি, পাপিয়া পাল ও স্বয়ংসিদ্ধা আয়ুস্মিতা মা।

Related News