Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

চুরি করতে এসে বৃদ্ধাকে মারধর ও ধর্ষণের অভিযোগ

প্রদীপ কুমার সিংহ

বারুইপুরে শনিবার ভোরের আলো ঘটে গেল চাঞ্চল্যকর ও মর্মান্তিক এক ঘটনা। স্থানীয় পৌরসভা এলাকার এক দোতলা বাড়িতে একাকী থাকা এক ৫৮ বছরের বৃদ্ধার উপর চুরি, মারধর এবং ধর্ষণের অভিযোগ উঠল। শনিবার সকালে এই ঘটনার পর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা বাড়ির একতলাতে একাই থাকতেন। দোতালায় থাকেন তাঁর ছেলে ও পুত্রবধূ, যদিও ঘটনার সময় পুত্রবধূ বাপের বাড়ি গিয়েছিলেন। শনিবার সকালে বাড়ির দরজা খোলা ছিল, কারণ বৃদ্ধার স্বামী রোজকার মতো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। সেই সুযোগে একজন চোর বা দুষ্কৃতী বাড়িতে ঢুকে পড়ে। প্রথমে বৃদ্ধার কাছে আলমারির চাবি চাওয়া হয়। তিনি তা দিতে না পারলে, অভিযুক্ত ব্যক্তি তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় বেধড়ক মারধর। বৃদ্ধার হাতের আংটি ও বালা ছিনিয়ে নেওয়া হয়। এরপর তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও অভিযোগ। পরিবার দাবি করেছে, বৃদ্ধাকে ধর্ষণও করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং আশপাশের মানুষদের জিজ্ঞাসাবাদও চলছে। বৃদ্ধার শারীরিক পরীক্ষা করা হয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ। ঘটনার পর থেকে ওই পরিবার চরম আতঙ্কে রয়েছেন। এলাকাবাসীর মধ্যেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দিনের আলোয় এমন ভয়ঙ্কর অপরাধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকার জনপ্রতিনিধি বলেন ঘটনাটি খুবই দুঃখজনক, নিন্দা জনক।পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানিয়েছে। আশা করি পুলিশ অপরাধীকে ধরবে এবং বিচারে অপরাধীকে কঠোরতম শাস্তি হবে।

Related News

Also Read