Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

চাঁদবেড়িয়াতে মেগা স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির, উপকৃত দুই শতাধিক মানুষ

টেক নির্মাণ ইস্পাত প্রাইভেট লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা বিভাগ  ও দাস এন্ড কোম্পানির যৌথ উদ্যোগে,ফেয়ার ফিল্ড এক্সলেন্সের আয়োজনে কাঁথির চাঁদবেড়িয়াতে আজ সম্পূর্ণ বিনামূল্যে একটি মেগা স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।এই শিবিরে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন লায়ন্স ক্লাব অফ কন্টাই আগামী। শিবিরে চক্ষু পরীক্ষা করেন ভোলানাথ চক্ষু হাসপাতাল। ই.সি.জি ও রক্তের কিছু পরীক্ষা করেন মেদিনীপুর স্ক্যান সেন্টার।স্বাস্থ্য পরীক্ষা করেন ডাঃ সুতনু দত্ত, ডাঃ লোকেশ মাইতি প্রমুখ।

শিবিরটির উদ্বোধন করেন টপ টেকের সামাজিক দায়বদ্ধতা বিভাগের ম্যানেজার রঘুমনি চ্যাটার্জী, প্রধান অতিথি ছিলেন কাঁথি মহকুমা হাসপাতালের সুপার ডাঃ অরূপ রতন করণ।শিবির থেকে প্রায় দুই শতাধিক মানুষ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন।শিবিরটি সুচারু ভাবে পরিচালনা করেন দাস এন্ড কোম্পানির কর্ণধার পুষ্পেন্দু দাস।লায়ন্স ক্লাব অফ কন্টাই আগামীর পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রামপদ জানা,স্বরূপ মাইতি,প্রীতম বেরা,যুথিকা মাইতি,শান্তনু পাল প্রমুখ। ফেরার ফিল্ড এক্সলেন্স এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি তেহেরান হোসেন,সম্পাদক সনাতন জানা, সুনীল দাস,দেবিকা মুদি,প্রসেনজিৎ মাইতি প্রমূখ।

Related News