Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। নন্দীগ্রাম পুলিশের মানবিক মুখঃআট বছর পরে গুজরাটে বাড়ি ফিরছে মহিলা ।।

মানসিকভারসাম্য হারিয়ে গুজরাত থেকে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে চলে আসা এক মধ্য বয়স্কা মহিলাকে বাড়ি ফেরালো নন্দীগ্রাম থানার পুলিশ।


জানা গেছে গত বছর সেপ্টেম্বর মাসে নন্দীগ্রাম থানা এলাকায় এক মহিলাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করেছিল নন্দীগ্রাম থানার পুলিশ।এই মহিলাকে উদ্ধার করে হলদিয়ায় একটি আশ্রমে চিকিৎসার জন্য পাঠিয়ে ছিল পুলিশ।


আরো জানা গেছে আশ্রমের চিকিৎসার সাফল্যে মানসিক ভারসাম্য ফিরে আসে মহিলার। মানসিক ভারসাম্য ফেরার পরে মহিলা তার পরিবারের ঠিকানা আশ্রম কর্তৃপক্ষকে বললে আশ্রম কর্তৃপক্ষ নন্দীগ্রাম থানাকে জানায়।

এরপরে নন্দীগ্রাম থানার পুলিশ গুজরাট পুলিশের সঙ্গে যোগাযোগ করে তার বাড়িতে খবর দেয়।পুলিশ সূত্রে জানা গেছে মহিলার বাড়ি গুজরাটের দাহুদ জেলার গোয়ালিয়াবাদ গ্রামে।

পরিবার সূত্রে জানা গেছে একটি অ্যাক্সিডেন্টে মহিলার মাথায় চোট লেগেছিল। তারপর মানসিক ভারসাম্যহীন অবস্থায় ২০১৭ সাল থেকে নিখোঁজ হয়ে যায়। নন্দীগ্রাম থানার আইসি সুমন রায়চৌধুরির প্রচেষ্টায় এবং হলদিয়ার পল্লী কথা হোম এই আশ্রমের চিকিৎসায় মানসিক ভারসাম্য পান মহিলা। মহিলার নাম ধনী ব্যান । স্বামীর নাম অমার ভাই ভাবর।


আজ পরিবারকে কাছে পেয়ে আনন্দে কান্না ভেঙে পড়লেন মহিলা। দীর্ঘ আট বছর পর পরিবারের কাছে ফিরে যাচ্ছেন গুজরাটের বাসিন্দা ধনী ব্যান। পুলিশের এই মানবিক প্রয়াসে খুশি অমর ভাই ভাবরের পুরো পরিবার।

Related News

Also Read