পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে গেরুয়া শিবিরে গোষ্ঠী কোন্দলের জেরে বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তি বাড়ছে। বিজেপি পঞ্চায়েত সমিতির সভাপতির স্ত্রীর অভিযোগে গ্রেফতার হল বিজেপির জেলা সাধারণ সম্পাদক পবিত্র দাস।
কিছুদিন আগেই খেজুরী ২ পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় শঙ্কর মাইতি গ্রেপ্তার হয়েছিলেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের দলের নেতার বাড়িতেই হামলা চালানোর অভিযোগ বিজেপির ভূমি কর্মাধ্যক্ষ পবিত্র দাসের দিকে।

আরো অভিযোগ, সভাপতির অবর্তমানে তার বাড়িতে গিয়ে ভাঙচুর এবং তার স্ত্রীকে বেধড়ক মারধর করে এই এই নেতা। এদিন বিকেল নাগাদ তালপাটি কোস্টাল থানার পুলিশ অভিযুক্ত পবিত্রকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।
এই প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি জালাল উদ্দিন খান বলেন আগামী ২৬ এর বিধানসভা নির্বাচনে খেজুর তৃণমূলের দখলে আসবে। বিজেপির গোষ্ঠী কোন দলে এলাকা অশান্ত হয়ে উঠছে। খেজুরবার বাসি এই অশান্তি চায় না। বিজেপি নিজেদের নেতৃত্বদের সম্মান দিতে জানে না। আগে নিজেদের ঘর সামলাক তারপরে তৃণমূলের সঙ্গে লড়াই করবে।





