পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের পুলশিটা পঞ্চায়েত,সিদ্ধা ২ ও সিদ্ধা ১ পঞ্চায়েতের সামনে পাঁশকুড়া ২ সুসংহত শিশু বিকাশ প্রকল্প, কোলাঘাট বিভাগের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে মাতৃদুগ্ধ পান সপ্তাহ উদযাপন করা হলো
মাতৃ দুগ্ধের বিকল্প নেই,ছোট্ট শিশুর মাতৃদুগ্ধ কতটা জরুরী, সেবিষয়ে সচেতন করতে সর্বত্র পালিত হয় মাতৃদুগ্ধ পান সপ্তাহ উদযাপন।
রাজ্য সরকারের নারী ও শিশুবিকাশ এবং সমাজ কল্যান দপ্তরের সহযোগিতার ১ লা আগষ্ট থেকে ৭ আগষ্ট সপ্তাহ ব্যাপি মাতৃদুগ্ধ পান সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
সাধারন মানুষকে সচেতন করতে করা হয় প্রচার কর্মসূচী।
Post Views: 21