পূর্ব মেদিনীপুর জেলার রামনগর -১ ব্লকের তালগাছাড়িতে ফিকেল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ( ৩০ কে. এল. ডি.) কাজের শুভ সূচনা করলেন কারামন্ত্রী অখিল গিরি ।
অখিল বাবু বলেন, এই প্রজেক্ট প্রথমবার রামনগর বিধানসভার রামনগর এক নম্বর ব্লকের তালগাছাড়ি-১ পঞ্চায়েতে শুরু হলো। এই প্রজেক্ট এর মাধ্যমে বাড়ি বাড়ি টয়লেট থেকে মল, মূত্র সংগ্রহ করে জল পরিশ্রুত করা হবে। বাদবাকি অংশ থেকে জৈব সার প্রস্তুত করা হবে। এর জন্য একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হবে। যাদের বাড়িতে সেফটি ট্যাংক ভর্তি হয়ে যাবে ফোন করলে গাড়ি গিয়ে তুলে নিয়ে আসবে। এর ফলে পরিবেশকে স্বচ্ছ রাখা সম্ভব হবে। এই প্রকল্প আগামী দিনে বিভিন্ন অঞ্চলে হতে পারে। এর মাধ্যমে মানুষ অনেকটা উপকৃত হবে ।
এই কাজের শিলান্যাস করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাজটি গ্রামীণ স্বচ্ছ ভারত মিশনের তহবিল থেকে ২,২৪,৯৭,০০০ টাকা খরচ করে সম্পূর্ণ হবে। রূপায়ণে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ।
কাজের শুভ সূচনায় উপস্থিত ছিলেন রামনগর -১ সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ , রামনগর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার, পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, কর্মাধ্যক্ষ উত্তম দাস, শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, তালগাছাড়ি-১ পঞ্চায়েত প্রধান রিনুরানী সাউ প্রমুখ।
