Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। মমতার পুলিশ তৃনমূলীদের নিরাপত্তা দিতে পারছেনা,বিরোধীদের কি দেবেঃদিলীপ ঘোষ ।।



প্রদীপ কুমার মাইতি :- পঞ্চায়েত ভোটে নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভায় বিভিন্ন এলাকা এবং এগরা ১ ব্লকের জেড়থান গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি করলেন বিজেপির
সর্বভারতীয় সহ-সভাপতি ও মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলেন পঞ্চায়েত ভোটের দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার জন্য গ্রামবাসীদের
কাছে আবেদন জানান। সেই সঙ্গে তিনি মানুষকে আশ্বস্ত করেন বিজেপি সরকার ক্ষমতায় এলে এবং পঞ্চায়েত গড়লে এলাকায় উন্নয়ন করবে। বেশ কিছু সাধারণ মানুষ তাদের সমস্যার কথাও দিলীপ
ঘোষকে তুলে ধরেন।

দিলীপবাবু বলেন, আমরা ক্ষমতায় না এলে এলাকার কাজ করতে পারব না। তিনি প্রধানমন্ত্রী কথা সূত্র ধরে বলেন “না খাউঙ্গা না খানে দুঙ্গা। এদিন তিনি বিভিন্ন জায়গায় যেরকম বৈঠক করেন তেমনি
বাড়ি বাড়ি গিয়েও ভোট প্রচার করেন।

মিনাখায় তৃণমূল কর্মী এলাকায় না থেকে কি করে নমিনেশন জমা দিলেন তা নিয়ে দিলীপবাবু বলেন, এটা নিয়ে বলেন হাইকোর্টে অভিযোগ দায়ের হয়েছে সিবিআই তদন্ত করছে ৪০-৫০ জন যারা
সিপিএমের নমিনেশন করেছিলেন তাদের অনেক সময় নমিনেশন হয়ে যায় ওয়েবসাইটে তাদের নামের তালিকা থাকে না। বিডিও অফিসে চোরের রাজত্ব চলছে বলে তিনি দাবি করেন। সরকারি
অফিসারদেরও বিশ্বাস করা যাচ্ছে না বলে তিনি দাবি করেন হাইকোর্টে পঞ্চায়েত ভোটের নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে বলে তিনি বলেন। পুলিশ কোন কাজের নয় এমনকি দলের কর্মীদেরও তারা
নিরাপত্তিতে পাচ্ছে না তারা খুন হয়ে যাচ্ছেন।

তিনি বলেন আদালত বারবার মানা করা সত্ত্বেও তারা এই ধরনের ঘটনাগুলি করছে এই সরকার ক্ষমতায় থাকার যোগ্যতা হারিয়েছে। এই সরকার ক্ষমতায় থেকে যদি নির্বাচন করে তাহলে খুনখারাপি
হবে বলে তিনি দাবী করেন।কেন্দ্রীয় বাহিনীর ক্ষমতা থানা গুলির হাতে দেওয়া হচ্ছে না নির্বাচন ী নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্র বাহিনী কামান্ডো।

এ প্রসঙ্গে তিনি বলেনকমিশনের হাতে থেকে পুরো ক্ষমতা নিয়ে নিয়ে আদালতের অবজারভার দিয়ে ভোট পরিচালনা করা উচিত । সিনিয়র পুলিশ অফিসারদের অন্য রাজ্য থেকে নিয়ে এসে তারাই
নিয়োগ করবেন কোথায় কিভাবে পুলিশ কাজ করবে তা না হলে থানা গুলি বা প্রশাসন পুলিশকে বা কেন্দ্র বাহিনীকে গ্যারেজ করে গাছের তলায় বসিয়ে রাখবে। তা না হলে ভোট লুট হয়ে যাবে।
পুরুলিয়ায় তৃণমূল কর্মী খুনের ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, এখানে কয়লা মাফিয়া বালি মাখা দিয়ে রাজত্ব চলে এখানে যখন তখন গুলি চালানো হয় খড়্গপুরে যে ঘটনা আমরা দেখেছিলাম ট্রেনে
পুরুলিয়ায় একই ঘটনা পুনরাবৃত্তি হল পুলিশ কোথায়? মমতা ব্যানার্জি কটাক্ষ করে তিনি বলেন কি করছেন মমতা ব্যানার্জি। পুলিশ কোথায় তার নিজের লোকেদের ও নিরাপত্তা দিতে পারছে না বলে
তিনি জানান।

আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন

https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL

https://youtube.com/@ekhansangbad5105

সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫

Related News