কাঁথি শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম বিদ্যামন্দিরের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল কাঁথি বীরেন্দ্র মেমোরিয়াল স্মৃতিসৌধে। সোমবার বিকালে স্বাধীনতা সংগ্রামী বীরেন্দ্রনাথ শাসমলের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন উপস্থিত কাঁথি শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম এর সম্পাদক তপন কুমার দাস, কাঁথি মডেল ইনস্টিটিউশন এর প্রাক্তন প্রধান শিক্ষক সিদ্ধার্থ শংকর কর, কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা ছন্দা শাসমল, কাঁথি শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রমের কোষাধ্যক্ষ উমাপ্রসাদ নন্দী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম সিনহা প্রমুখ। স্বাগত ভাষণ দেন কাঁথি শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম এর সম্পাদক তপন কুমার দাস।
এদিন অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়। পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী দ্বারা পরিবেশিত হয় মনোগ্রাহী সংস্কৃতি অনুষ্ঠান। অনুষ্ঠান সফল হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ অভিনন্দন জানিয়েছেন সকলকে।
