Select Language

[gtranslate]
২৯শে শ্রাবণ, ১৪৩২ বুধবার ( ১৩ই আগস্ট, ২০২৫ )

তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ধর্মতলা চলো প্রস্তুতি সভা

কাঁথি জনমঙ্গল সমবায় সমিতির সভাগৃহে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কাঁথি সাংগঠনিক জেলার আহ্বানে ২১শে জুলাই ধর্মতলা চলো এর সাফল্য লাভের জন্য একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পলাশ সাধুঁখা, রাজ্য সম্পাদক খাদিজা খাতুন, রাজ্য নেতৃত্ব ভাস্কর কুন্ড, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পিযূষ কান্তি পন্ডা, কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা রিজিয়া বিবি,জেলা পরিষদ সদস্য শম্পা মহাপাত্র, কাঁথি সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জালাল উদ্দিন খান,আইএনটিটিইউসির রাজ্য সম্পাদক তথা পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ,কাঁথি শহর তৃণমূলের সভাপতি ও প্রাক্তন শিক্ষক হরিসাধন দাস অধিকারী। প্রাথমিক শিক্ষক নেতৃত্ব পার্থসারথি ত্রিপাঠী,নীলম রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি গণ।

সভায় ২১ শে জুলাই ধর্মতলা যাওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া জন বিরোধী জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি দীপক মন্ডল।

শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি পলাশ সাধুখাঁ বলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না চাইতেই সবকিছু দিচ্ছেন। তিনি শিক্ষা দপ্তরকে প্রস্তাব দিয়েছেন শিক্ষকদের স্বাস্থ্য বীমা এবং প্রধান শিক্ষকের ইনক্রিমেন্ট দেওয়ার জন্য। পরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন নিজেদের মধ্�

Related News

Also Read

03:38