দিঘা থানার সাফল্য,উদ্ধার করলো বিপুল পরিমাণ গাঁজা, গ্রেফতার করলো একজনকে। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থানার অন্তর্গত সৈকত নগরী দিঘা যুবআবাস মোড়ে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করলো দিঘা থানার পুলিশ। গ্ৰেপ্তার করে একজনকে। দিঘা থানার পুলিশ সূত্রে জানা যায় দিঘা যুব আবাস মোড়ে চেকিং করার সময় উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। গাঁজার পরিমাণ ২৪ কিলো । দিঘা থানার পুলিশ নিয়মিত চেকিং করার সময় গাঁজা উদ্ধার করল। জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া যুবকের বাড়ি বহরমপুর। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আসার সময় নাক আছে চেকিং এ ধরা পড়ে এবং ২৪ কিলো গাজা উদ্ধার হল।
Post Views: 48





