শ্বাশুড়ি'কে খুনের চেষ্টাশ ধৃত বৌমা, তদন্তে পুলিশ  - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৭শে আষাঢ়, ১৪৩২ শুক্রবার ( ১১ই জুলাই, ২০২৫ )

শ্বাশুড়ি’কে খুনের চেষ্টাশ ধৃত বৌমা, তদন্তে পুলিশ 

শ্বাশুড়িকে বঁটি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল বৌমা। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানায় চন্দনপুর গ্রামে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে । পুলিশ জানিয়েছে ধৃত বৌমা প্রতিমা পাহাড়ি রায়। মঙ্গলবার ধৃত’কে কাঁথি মহাকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানাগেছে, সম্পওি সংক্রান্ত বিবাদের জেরে শ্বাশুড়ি ও বৌমা সঙ্গে প্রায়ই বচসা হতো। বচসার জেরে উত্তেজনার চরমে উঠে। সোমবার সকালে বৌমা প্রতিমাদেবী বৃদ্ধা শ্বাশুড়িকে বঁটি দিয়ে কোপায় । রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে করতে লুটিয়ে পড়ে ওই বৃদ্ধা। ধিক্কার শুনতে পেয়ে প্রতিবেশীরা ছুটে আসে। প্রতিবেশীরা উদ্ধার করে পটাশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। এরপর এই নিয়ে বৌমার বিরুদ্ধে পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে রাতে এই অভিযুক্ত বৌমাকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related News

Also Read

07:27