Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

রামনগর -১ ব্লকে রূপরেখা নামাঙ্কিত বিল্ডিং এর দ্বারোদঘাটন করলেন অখিল 

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকে “রুপরেখা” নামাঙ্কিত কর্মাধ্যক্ষ বিল্ডিং এর দ্বারোদঘাটন করলেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ২ ব্লকের কার্যালয়ের পাশে রামনগর ১ পঞ্চায়েত সমিতি ও রামনগর ব্লক প্রশাসনের উদ্যোগে “রুপরেখা” নামের নবনির্মিত ভবনের সূচনা হল।

এই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন রামনগর ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক পূজা দেবনাথ, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার সহ সমস্ত কর্মাধ্যক্ষ ও অন্যান্য পদাধিকারিকগণ।

 

এতদিন পঞ্চায়েত সমিতিতে কর্মাধ্যক্ষদের বসার নির্দিষ্ট কোন জায়গা ছিল না।সাধারণ মানুষের সাথে কর্মাধ্যক্ষদের যোগাযোগ করার অসুবিধা হতো। শুধু তাই নয় কর্মাধ্যক্ষদের বসে কাজ করার ও বিশ্রাম নেওয়ার কোন সুযোগ ছিল না। এই অসুবিধা দূর করার লক্ষ্যে কর্মাধ্যক্ষদের “রুপরেখা” নামাঙ্কিত নবনির্মিত ভবনের উদ্বোধন হলো।

বিধায়ক অখিল গিরি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই নবনির্মিত ভবনে কর্মধ্যক্ষরা বসবেন এবং স্থায়ী সমিতির মিটিং হবে। সেখান থেকে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হবে। এই জন্য এই বিল্ডিংটির নাম রাখা হয়েছে “রুপরেখা”।

 

নবনির্মিত ভবনের সূচনা অনুষ্ঠানে রামনগর-১ সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন কেবলমাত্র কর্মাধ্যক্ষদের ভবন নয় তার সাথে আইসিআই ব্যাংকের এটিএম রয়েছে। এই এটিএম থেকে স্টাফ সহ সাধারণ মানুষ টাকা তুলতে পারবেন এবং তিনটা স্টল রয়েছে ব্যবসা করার জন্য অর্থনৈতিক দিকটাও আরও উন্নত হবে।

পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলেন এতদিন কর্মাধ্যক্ষদের বসার কোন নির্দিষ্ট জায়গা ছিল না। যে কারণে মানুষকে পরিষেবা দিতে এবং উন্নয়নে পরিকল্পনা করতে খুব সমস্যা হত। বসার জায়গা না থাকার জন্য কর্মাধ্যক্ষ গণ প্রতিনিয়ত আসতেন না। এবার থেকে প্রতিনিয়ত এসে মানুষকে পরিষেবা দেবেন এবং বিভিন্ন ধরনের উন্নয়নের পরিকল্পনা করতে পারবেন। তার ফলে এলাকার উন্নয়নের অনেক সুবিধা হবে।

Related News

Also Read