Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

এগরায় ধানের খেতে আগুনে ৮-১০ কুইন্টাল ধান ভস্মীভূত

পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার ৬ নং ওয়ার্ডে এক কৃষকের ধানের জমিতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে বুধবার সন্ধ্যায়। ঘটনায় প্রায় ৮ থেকে ১০ কুইন্টাল পাকা ধান পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম হপন মুর্মু। বুধবার রাত ৮টা নাগাদ স্থানীয় বাসিন্দারা এই জমিতে হঠাৎই আগুন দেখতে পায়। তারা আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান।

আগুন নিয়ন্ত্রণে আসার আগে সমস্ত ধান পুড়ে যায়। কৃষক হপন মুর্মুর প্রায় ৮/১০ কুইন্টাল পাকা ধান নষ্ট হয়েছে বলে জানিয়েছেন।এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা সরাসরি নাশকতার ঘটনা বলে দাবি করেছেন। দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এলাকাবাসী। তাঁদের বক্তব্য, এই মাঠটি দীর্ঘ দিন ধরেই দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় এখানে কিছু যুবক একত্রিত হয়ে মদ ও গাঁজার আসর বসায়। তাদের সন্দেহ, এই নেশাগ্রস্ত যুবকেরাই কোনোভাবে জমিতে আগুন লাগিয়ে দিয়েছে।জমিতে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত এবং ক্ষুব্ধ স্থানীয়রা। তারা অবিলম্বে এলাকাটিকে দুষ্কৃতী-মুক্ত করার দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, এই মাঠে দুষ্কৃতীদের দৌরাত্ম কমাতে পুলিশি নজরদারি বাড়ানোর জন্য। কৃষকরা যাতে নির্বিঘ্নে তাদের ফসল ঘরে তুলতে পারেন।এই ঘটনায় এগরা থানায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা, তা জানা যায়নি। পুলিশ শতপ্রণোদিতভাবে ঘটনার তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর।

Related News

Also Read