Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

শুভেন্দুকে নাম করে আক্রমন উত্তমের : ধোঁকা দিয়ে একবার জেতা যায়, বারবার নয়

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমন করলেন সভাধিপতি উত্তম বারিক।

 

সভায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে সরাসরি ‘ধাপ্পাবাজ ও মিথ্যাবাদী’ দল বলে তোপ দাগলেন পটাশপুরের বিধায়ক তথা জেলার পরিষদের সভাধিপতি উত্তম বারিক ।

 

তিনি বলেন “বিজেপি একটা ধাপ্পাবাজ দলের নাম। ওরা মানুষকে মিথ্যা কথা, ভুয়ো প্রতিশ্রুতি আর মিডিয়া প্রোপাগান্ডা দিয়ে বিভ্রান্ত করেছে। সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু বাংলার মানুষ এখন বুঝে গেছে — কে আসল, কে নকল।”

 

উত্তম বাবু দাবি করেন “রাজনীতিতে প্রতারণা করে একবার জেতা যায়, কিন্তু বারবার নয়। বাংলার মানুষ স্মৃতি হারায় না। তারা দেখেছে কীভাবে বিজেপি বাংলা ও দেশের গণতন্ত্রকে আঘাত করেছে।”

 

এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে ‘লোডশেডিং বিধায়ক’ বলে কটাক্ষ করেন পটাশপুরের বিধায়ক।

 

তাঁর বক্তব্য “শুভেন্দু অধিকারী একুশের নির্বাচনে জিতেছেন লোডশেডিং করে। ভোটের দিনগুলোয় ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে, নির্বাচন কমিশনের হাত ধরে, ইভিএম গায়েব করে এবং প্রশাসনকে প্রভাবিত করে তিনি জিতেছেন। এসব করে একবার জয় আসতে পারে, কিন্তু দু’বার নয়।”

 

উত্তম বলেন “শুভেন্দুর এখন পরিচয়ই হয়ে গেছে ‘লোডশেডিং বিধায়ক’। ওনার বিরুদ্ধে কোর্টে মামলা চলছে। তাঁর ভবিষ্যৎ এখন আদালতের সিদ্ধান্তে নির্ভর করছে। আমাদের কাছে ওনার বক্তব্য মূল্যহীন। বাংলার মানুষ ওনার মুখে আর বিশ্বাস রাখে না।”

Related News

Also Read