Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। পাইকবাড় গ্রামের দুটি বুথে প্রাচারে এগিয়ে তৃনমূল ।।

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কোলা ২ গ্রামপঞ্চায়েতের অন্তর্গত পাইকপাড়ি গ্রামের দুটি আসন। গ্রামের ১০৮ ও ১০৯ নম্বর বুথে
প্রচার রীতিমতো তুঙ্গে। এখানে প্রধানত লড়ছে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম ও নির্দল প্রার্থীরা।তবে নির্বাচনী প্রচারে এগিয়ে রয়েছে দুই বুথের তৃণমূল কংগ্রেসের
প্রার্থী কাকলি মিত্র ও বন্দনা জানা।গত কয়েকদিন ধরে পাইকপাড়ি গ্রামের ১০৮ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলী মিত্র ও ১০৯ নম্বর বুথের বন্দনা জানা দুই
প্রার্থীই বাড়িবাড়ি গিয়ে প্রচার সারছেন।ফেস্টন,দেওয়াল লেখনের পাশাপাশি বাড়িবাড়ি গিয়ে জনসংযোগকেই গুরুত্ব দিচ্ছেন দুই প্রার্থী।দুই প্রার্থীই জানান, মমতা
বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই তৃণমূলকেই মানুষ পঞ্চায়েত নির্বাচনেও ভরসা করছে।এই বুথে বিজেপি,সিপিএম ও নির্দল প্রার্থীদের কোন প্রভাবই
পড়বে না বলে জানান তৃণমূলের দুই প্রার্থী।

⭕আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন👇

https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL

https://youtube.com/@ekhansangbad5105



সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫

Related News