মেদিনীপুর জেলার এগরা পৌরসভার সভাগৃহে আসন্ন ডিসেম্বরে সিনিয়ার ন্যাশনাল নেটবল চ্যাম্পিয়নশিপ-২৫ সাফল্যমন্ডিত করার লক্ষ্যে প্রস্তুতি সভা হল শনিবার। জাতীয় পর্যায়ের এই বড় জাতীয় স্তরের প্রতিযোগিতায় এগরার ক্রীড়াপ্রেমীর মনকে অনুপ্রাণিত করবে। সবাই মিলে সাফল্যের নতুন নজির গড়তে বদ্ধপরিকর। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরার পৌরপ্রধান স্বপন কুমার নায়ক, পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি, প্রখ্যাত শল্য চিকিৎসক ডাঃ বাদল অশ্রু ঘাটা, পৌরসভার কাউন্সিলর কাউন্সিলর দেবদুর্লভ মাইতি, শেখ সুরজ আলী, জয়ন্ত সাউ প্রমূখ। এছাড়াও সমাজসেবী কাননবিহারী নায়ক, আয়োজকদের পক্ষে মাস্টার রাজা উপস্থিত ছিলেন। স্থির হয় আগামী ২৭,২৮, ২৯ এবং ৩০ ডিসেম্বর ৪ দিন ব্যাপিএগরা কলেজ মাঠে ছেলে ও মেয়েদের জাতীয় স্তরের এই প্রতিযোগিতা সম্পন্ন হবে। ইতিমধ্যেই ২৫ টি রাজ্য অংশগ্রহণের সম্মতি জানিয়েছে বলে সুত্র মারফত জানা গেছে।





