হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব ।
যে বিশেষ নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই বিরল যোগ আজ ৬ সেপ্টেম্বর । আজ সারা দেশ তথা বিশ্বজুড়ে হিন্দু ধর্মাবলম্বিরা মহা ধুমধামের সাথে পালন করছেন মহাজন্মাষ্টমী উৎসব।
হিন্দুধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। এ দিনেই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়।
পুরাণ মতে, কৃষ্ণকে বিষ্ণুর অষ্টম অবতার বলেই মনে করা হয় জন্মাষ্টমীর দিন বিভিন্ন মন্দির ও ঘরে ঘরে কৃষ্ণ জন্মতিথি ও পুজোর বিশেষ আয়োজন করা হয়। সাধারণত বৈষ্ণবদের কাছে এই উত্সবের বিশেষ গুরুত্ব রয়েছে।
হিন্দু মতে, রাত ১২টা নাগাদ বিধি-আচার মেনে কৃষ্ণের পুজোর আয়োজন করা হয়। তবে মথুরা-বৃন্দাবনে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন বিশেষ জাঁকজমক করে পালন করা হয়।
আজ কোলাঘাট নতুন বাজার রাধামাধবজিউ আশ্রমে শুরু হয়েছে জন্মাষ্টমী উৎসব।
সূচনাতেই বিভিন্ন এলাকার শিশু কিশোরদের
রাধা এবং কৃষ্ণ সাজিয়ে বাড়ির বড়রা মন্দিরে সমবেত হন। তারপর ক্ষুদে রাধাকৃষ্ণ দের নিয়ে শুরু হয় নানান আনন্দদায়ক অনুষ্ঠান। তাদের নিয়ে হরেকৃষ্ণ নামসংকির্তন সহকারে বের হয় শোভাযাত্রা। ছোটদের হাতে তুলে দেওয়া হয় নানা উপহার সামগ্রী। সমাগম ঘটেছিল ভক্ত থেকে বহু উৎসাহী মানুষজনের।
কোলাঘাট রাধামাধব জিউ আশ্রমের পক্ষে সম্পাদক কল্যাণ সামন্ত জানান, –
” বরাবরের মত এবারেও মন্দির তথা আশ্রম অঙ্গনে শুরু হয়েছে জন্মাষ্টমী উৎসব। বিশেষ পূজার্চনা, নামগান, ভাগবত পাঠ, নগর পরিক্রমা, ছোটদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, এবং সমাপনে নন্দমহোৎসবে বহু ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণের আয়োজন থাকছে। “