পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর অঞ্চলের বড় সুবর্ণনগর মা সারদাময়ী ক্লাবের আয়োজনে রটন্তী কালী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ ও গুনীজন সম্বর্ধনা সভা আয়োজিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তন্ময় ঘোষ ও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী আমিন সোহেল, উপপ্রধান দেবাশীষ ভূঞ্যা,অজয় সাহু,শঙ্কর বারিক,ইকবাল হোসেন,সুমন পন্ডা, বিমল বারিক,লক্ষ্মণ পয়ড়্যা প্রমুখ নেতৃবৃন্দ। সকলকে স্বাগত জানান ক্লাবের সম্পাদক সুমন পন্ডা।
রাজ্য স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তন্ময় ঘোষ তাঁর বক্তব্যে মহিলা ও পুরুষদের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষে স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। তাছাড়া দারিয়াপুর অঞ্চলের কপালকুণ্ডলা মন্দির, লাইট হাউস ও পেটুয়াঘাট মৎস্য বন্দরের বিস্তারের উপর জোর দেন।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভিটা সংরক্ষণের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের তন্ময় ঘোষ কে আবেদন জানান।