বিজয়া দশমীর পরের দিন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে সাংবাদিকদের মুখোমুখি রাজ্য সরকারের সমালোচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
গুড়িয়া পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎকার করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মাল নদীতে যে দুর্ঘটনা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত। তার কারন হিসাবে তিনি উত্তরবঙ্গের সংবাদপত্রের একাধিক প্রকাশিত সাংবাদ তুলে ধরেন।
তিনি আরও বলেন, রাজ্য সরকার প্রতিমা নিরঞ্জন নয়, মানুষ নিরঞ্জনের ব্যবস্থা করেছিলো। সেই সাথে পুজো নিয়ে রাজ্য সরকার সেইভাবে নজদারি না করে পার্থ, কেষ্ট কি খাবে তা নিয়ে ব্যস্ত।
শুভেন্দুর দাবি কার্নিভাল বন্ধ রেখে এলাকায় যাক মুখ্যমন্ত্রী, পরিস্থিতি খতিয়ে দেখুক, আহত ও মৃতদের পাশে থাকুক। আমাদের নেতৃত্বরা গতকাল থেকে এলাকায় রয়েছে এলাকার মানুষের পাশে রয়েছে।
পুজো উদ্যোগতাদের আর্থিক সাহায্য নিয়ে তিনি বলেন, একাধিক চেক বাউন্স করেছে। জোর করে কার্নিভালে অংশগ্রহণে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার নিয়েও তিনি বলেন, আগে প্রতিমাসের ১ তারিখে টাকা দিতো এখনো একমাসের টাকা অন্যমাসের ১০/১৫ তারিখে কেউ কেউ পাচ্ছে। আগামীদিনে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বেতন দিতে পারবে না। সব টাকাই লক্ষ্মীর ভান্ডারে ঢালছে। এই সরকার আগামীদিনে আর থাকবে না।