Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

শিব মন্দিরে পূজো দিয়ে নির্বাচনী প্রচারে করলেন সৌমেন্দু অধিকারী।

বৃহস্পতিবার  চন্ডীপুর -৩ মন্ডলের অন্তর্গত ভগবানপুর ১ ব্লকের বিভীষণপুরের মাশুড়িয়া শিব মন্দিরে পূজো দিয়ে নির্বাচনী প্রচারে জনসংযোগে অংশগ্রহণ করলেন কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারী।

জনসংযোগ কর্মসূচীর অব্যবহিত পরেই সকলের মঙ্গল কামনায় টোটানালা মহাদেব মন্দিরে পূজো দেন সৌমেন্দুবাবু।
এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সন্তু মাইতি, ওবিসি মোর্চার রাজ্য কমিটির সদস্য ধীরেন্দ্রনাথ পাত্র, চন্ডীপুর – ৩ মন্ডলের সভাপতি দেবব্রত কর প্রমুখ।

অপরদিকে চন্ডিপুর বিধানসভার শিব মন্দির, মনসা মন্দির, কালীমাতার মন্দির, শীতলা মন্দির ও রাধা কৃষ্ণের মন্দিরে পুজো দেন সৌমেন্দু বাবু। এলাকাবাসীর মঙ্গল কামনা করে জনসংযোগের উদ্দেশ্যে এলাকাবাসীর সঙ্গে মিলিত হন।

উপস্থিত ছিলেন চন্ডিপুর বিধানসভার কনভেনার সূর্যকান্ত বাগ, স্বপন রায় প্রমুখ। এলাকাবাসীর সঙ্গে মিলিত হয়ে এলাকার খোঁজখবর নেন । সেই সাথে রাজ্য সরকারের দুর্নীতি এবং বিজেপি সরকারের জনমুখী কর্মকাণ্ডের কথা তুলে ধরেন সৌম্যেন্দু। 

Related News