পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-১ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত মহিলা কর্মীসভা “দীক্ষা” বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো।
পটাশপুর এক ব্লকের সরিদাসপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভা সকল সক্রিয় কর্মীদের অংশগ্রহণ ও উদ্দীপনা দলীয় ঐক্যকে আরও সুদৃঢ় করল। নারীর শক্তি, নেতৃত্বের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই কর্মীসভাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলে। তাঁদের ঐক্যবদ্ধ শক্তিই আগামী দিনে লড়াইয়ের মূল শক্তি হয়ে উঠবে বলে জানিয়েছেন কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি। এই সফল আয়োজনের জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান তিনি।
সরিদাসপুর দলীয় পার্টি অফিসের দীক্ষা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কুমার পট্টনায়ক, পঞ্চায়েত সমিতির সভানেত্রী নমিতা বেরা, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নীলম মাইতি পটাশপুর-১পঃসমিতির শিশু ও নারী কর্মাধ্যক্ষ চামেলী জানা, পঃসমিতির সদস্যা শ্রীরাধা সাঁতরা, শিবানি হাজরা, সুস্মিতা মাইতি, জেলা পরিষদের সদস্যা কাকলী মন্ডল, অমর্ষি ৭/২ গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী পাত্র মাইতি সহ আরও অনেক নেতৃত্বগণ
