জন্মদিনে উপলক্ষে নিজের বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলার এগরার এক কলেজ ছাত্র। ছাত্রের নাম সায়ন মান্না। বয়স ২২। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মঙ্গলবার এগরা সুপার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা রক্ত সংগ্রহ করেন।

সায়নের ডাকে সাড়া দিয়ে ৬০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। থ্যালাসেমিয়া রোগীদের জন্য সারা বছরই রক্তের প্রয়োজন হয়। কিন্তু ব্লাড ব্যাঙ্কগুলিতে প্রায়শই রক্তের অভাব দেখা দেয়। এই সমস্যা মেটাতে বছর জুড়েই রক্তদান শিবিরের প্রয়োজন। কোনও মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হলে এগিয়ে যান এগরার বাসিন্দা তথা কলেজ ছাত্র সায়ন মান্না । কখনও নিজে রক্তদান করেন, কখনও আবার যুবক-যুবতীদের রক্তদানে উদ্বুদ্ধ করেন তিনি। কলেজ পড়ুয়ার এই উদ্যোগে সাড়া দিতে রক্তদান শিবেরে হাজির হন জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক, এগরা পুরসভার কাউন্সিলর সেক সুরজ আলী, বিশিষ্ট সমাজসেবী গৌতম বেরা ও কানাইলাল মান্না, শঙ্কর মান্না এবং তপতী মান্না ও মানালি মান্না।
প্রত্যেকেই সায়নকে আশীর্বাদ করেন। সায়ন জানিয়েছে, “কত মুমূর্ষু রোগী রক্তের অভাবে মারা জান! তাই, জন্মদিনে অনুষ্ঠান করা ঠিক মনে হয়নি। রক্তদান বেশি জরুরি বলে মনে হয়েছে।’’ সায়নের এই উদ্যোগ খুবই প্রংশনীয় বলে দাবি এগরা পুরবাসীর।
