কানাইদিঘিতে গুচ্ছ সমিতির সম্মেলন
কাঁথি দেশ প্রান ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত কাঁথি ৩নং ব্লক কানাইদিঘি গ্রাম পঞ্চায়েতের জগুদাসবাড় গ্রামের এর নারী শক্তি গুচ্ছ সমিতি পরিচালিত গঙ্গা নারায়ন প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ১৪৫ জন ক্লাস্টার সদস্যা। উক্ত অনুষ্ঠানে দল ও ক্লাস্টার শক্তিশালী করন ও এলাকায় পরিচিতি এবং বাল্যবিবাহ এর কূফল নিয়ে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন জগুদাসবাড় এর গ্ৰাম সদস্য সুকুমার গিরি, প্রাক্তন সদস্য শ্রীপতি মাঝি, গোষ্ট গোপাল দাস,কাজলা জনকল্যাণ সমিতির সুপার ভাইজার নীতিমালা পান্ডা ও সুবিমল বেজ, তরুন মিশ্র, ক্লাস্টার নেত্রী মালবিকা দাস প্রমুখ। মহিলা দের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। কুইজ প্রতিযোগিতা হয়।সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন গীতা দাস ও রাধা রানী দাস গিরি।
