প্রদীপ কুমার মাইতি:-ফের জয়জয়কার রাজ্যের শাসকদলের। এবার সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল। ধরাশায়ী বিরোধীরা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের উত্তর দাউদপুর সমবায় সমিতি দখল নিল তৃণমূল। পরাস্ত বিরোধীরা।
শনিবার উত্তর দাউদপুর সমবায় সমিতির প্রতিনিধিমূলক নির্বাচন ছিল। সমবায় সূত্রের খবর, উত্তর দাউদপুর সমবায় সমিতির মোট ভোটার ১৫৪৪। ৬৪টি আসনের মধ্যে তৃণমূল ৩৪ এবং বিরোধীরা ৩০টি আসন পায়। এদিনের নির্বাচনকে কেন্দ্র করে বুথকেন্দ্রে এগরা থানার প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
তৃণমূলপন্থী জয়ী প্রতিনিধি চিত্তরঞ্জন ভূঞা ও সমীর মাইতিরা জানিয়েছেন, এটা মা-মাটি-মানুষের জয়। ফলাফল ভালো হয়েছে। মানুষের রায়কে আমরা সাদরে গ্রহণ করলাম। আগামী পঞ্চায়েত নির্বাচনেও আমাদের ভালো ফলাফল হবে বলেও আশাবাদী।
সমবায় সমিতির ভোটে এই জয়কে অভিনন্দন জানিয়েছেন এগরা ২ ব্লক তৃণমূল সভাপতি স্বরাজ খাঁড়া, সহ-সভাপতি রাজকুমার দুয়ারী ও যুব নেতা কিশোর গোপাল ভূঞা।